পাস্তার সাথে চিকেন ও ভেজিটেবলস | Pasta with Chicken & Vegetable

পাস্তার সাথে চিকেন ও ভেজিটেবলস | Pasta with Chicken & Vegetable

পাস্তা ইটালির একটি প্রধান খাদ্য, পাস্তা অনেক ধরনের হয়ে থাকে। পাস্তার সাথে চিকেন ও ভেজিটেবলস মূলত ইতালিয়ান ধাঁচের খাবার।নিচে প্রস্তুত প্রণালী দেওয়া হলোঃ

উপকরণ:

পাস্তা: ২ কাপ

চিকেন (বোনলেস, স্লাইস): ২০০ গ্রাম

বেল পেপার (সবুজ, লাল, হলুদ): আধা কাপ

পেঁয়াজ: আধা কাপ

রসুন কুচি: ১ চা চামচ

অলিভ অয়েল: ২ টেবিল চামচ

লবণ: পরিমাণমতো

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

টমেটো সস: ২ টেবিল চামচ

চিজ (গ্রেট করা): পরিবেশনের জন্য

প্রস্তুত প্রণালি:

১। পাস্তা লবণ ও তেলের পানিতে সিদ্ধ করে ছেঁকে রাখুন।

২। প্যানে অলিভ অয়েল গরম করে রসুন কুচি দিয়ে ভাজুন। এরপর চিকেন দিয়ে দিন এবং ভালোভাবে রান্না করুন।

৩। বেল পেপার ও পেঁয়াজ যোগ করে ২-৩ মিনিট ভাজুন।

৪। টমেটো সস, লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে সিদ্ধ করা পাস্তা যোগ করুন।

তৈরী হয়ে গেলো পাস্তা চিকেন ভেজিটেবলস রান্না, গরম গরম পরিবেশন করুন চিজ ছিটিয়ে।

বাংলা নতুন ফুড রেসিপি ভিজিট করুন www.FoodingBD.com | ইসলামিক বিষয়ে ভিজিট www.IslamBangla.Com

Search Keywords:

পাস্তা ছবি, পাস্তা রেসিপি, পাস্তা খাওয়ার উপকারিতা, পাস্তা রান্নার উপকরণ, চিজ পাস্তা, হোয়াইট সস পাস্তা রেসিপি, ডিম দিয়ে পাস্তা রেসিপি, সহজ পাস্তা রেসিপি, চিজ পাস্তা রেসিপি, চিকেন পাস্তা রেসিপি, পাস্তা রেসিপি উপকরণ, পাস্তা রেসিপি পিক, নিরামিষ পাস্তা রেসিপি,

Chicken and Vegetable Pasta, Pasta with Chicken Vegetable, Pasta with chicken and vegetables in tomato sauce, Simple pasta with chicken vegetable, Healthy chicken and vegetable pasta, White sauce pasta with chicken and vegetables, Italian pasta with chicken vegetable, pasta kivabe ranna korte hoy, pasta rannar upay bangla,

error: No right Click allowed. Content is protected !!