মসলা রঙ চা রেসিপি | Masala color Tea | Mosla rong cha

মসলা রঙ চা রেসিপি | Masala color Tea | Mosla rong cha

মসলা রঙ চা (Masala Tea) বাঙ্গালির একটি প্রতিদিনের পানীয়। সকাল বা বিকাল চা যেন চাই চাই। রেসিপিটি দেখে নিনঃ

উপকরণঃ
১ চা চামচ ‏চা পাতি
৪-৫ স্লাইস ‏আদা
৪-৫ পিস ‏গোল মরিচ
পরিমানমত ‏চিনি
কয়েক ফোঁটা ‏লেবুর রস
২ কাপ পানি
দালচিনি এক টুকরা

প্রস্তুত-প্রনালীঃ
১। প্রথমে একটি পাত্রে ডালচিনি দিয়ে পানি নিয়ে ফুটিয়ে নিন। এবার একে আদা, গোল মরিচ ও চিনি দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন।

২। এবার ছাকনির সাহায্য ছেকে চায়ের কাপে ঢেলে নিন।

৩। তেজপাতা দিয়ে পানি জাল করলে সুন্দর গন্ধ এসবে।

৪। এর মধ্যে চাইলে লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সুভম।।

ইসলামিক বিষয় পড়তে ভিজিট www.IslamBangla.Com | বিভিন্ন তথ্য পেতে ভিজিট  www.sehetu.com

error: No right Click allowed. Content is protected !!